করোনা চিকিৎসা নিয়ে সুখবর দিলো নাসা

345

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন হাজার-হাজার মানুষ নেভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৯ লাখ। এই পরিস্থিতিতে মার্কিন মুলুকে ভেন্টিলেটরের সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার ভেন্টিলেটর তৈরিতে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।

নাসার প্রকৌশলীরা বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তারা করনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে নকশাকৃত একটি নতুন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ভেন্টিলেটর তৈরি করেছেন। নতুন এই ভেন্টিলেটর তৈরি করতে তাদের মাত্র ৩৭দিন সময় লেগেছে।

নাসার তৈরি এই জীবন রক্ষাকারী মেশিনগুলো রোগীর ফুসফুসে প্রয়োজনীয় অক্সিজেন পাম্প করে জীবন রক্ষা করতে পারবে। করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর খুবই গুরুত্বপূর্ণ।

দক্ষিন ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিশেষজ্ঞ প্রকৌশলীরা ‘ভিটাল’ নামে পরিচিত একটি সম্পূর্ণ নতুন ধরনের ভেন্টিলেটর ডিজাইন করেছেন। করোনা রোগীদের প্রয়োজনের কথা চিন্তা করে অত্যন্ত দ্রুততম সময়ে এটি ডিজাইন করা হয়েছে।

ল্যাবের ডিরেক্টর মাইকেল ওয়াটকিনস বলেছেন, এই ধরনের ডিভাইস তৈরি করা নাসা সাধারণত বিশেষায়িত কোন সংস্থা নয়, তবে এই মুহুর্তের প্রয়োজনের কথা মাথায় রেখে নাসার মাধ্যাকর্ষণ প্রকৌশলীরা এমন একটা জীবন রক্ষাকারী প্রকল্পে হাত দিয়েছেন।

ওয়াটকিনস এক প্রেস বিবৃতিতে বলেছে, ‘আমরা মহাকাশযানে বিশেষজ্ঞ, মেডিক্যাল ডিভাইস উৎপাদনে না। তবে আমাদের প্রকৌশলীরা চমৎকার ইঞ্জিনিয়ারিং, কঠোর পরিশ্রম এবং দ্রুত প্রোটোটাইপিং করায় অভিজ্ঞ। জেপিএল-এর লোকেরা যখন বুঝতে পেরেছিল যে চিকিৎসা সম্প্রদায়কে এই সময়ে সহায়তা করা দরকার। তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা দরকার। তখন নাসার মহাকাশ বিজ্ঞানীরা তাদে দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এটা আমাদের দায়িত্ব।’

নাসা জানিয়েছে যে, ডিভাইসটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক সরকারীভাবে অনুমদনের জন্য অপেক্ষায়। সবুজ সংকেত পেলেই প্রকৌশলীরা জরুরী ভিত্তিতে কাজ শুরু করবেন। জাতীয় সঙ্কটের এমন সময়ে দ্রুততম সময়ে আশাবাদী সংস্থাটি।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির একটি সূত্র বলেছে যে, তারা এরই মধ্যে মেডিকেল সরঞ্জাম তৈরির কম্পানিগুলোর সঙ্গে ভেন্টিলেটরটির বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে কথা বলেছেন। দ্রুততম সময়ে উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন তারা। সম্ভাব্য নির্মাতাদের বিনামূল্যে এই ভেন্টিলেটরটি তৈরির জন্য বিশেষ লাইসেন্স দেওয়া হবে।

সূত্র- কোর্টহাউস নিউজ সার্ভিস।

Leave A Reply

Your email address will not be published.