বউয়ের সঙ্গে ধোনির গোপন ছবি নিয়ে তোলপাড়

267

স্পোর্টস ডেস্ক : বিছানায় শুয়ে আছেন ধোনি ৷ আর তার পায়ের সামনে বসে পায়ে যেন কামড় মারতে যাচ্ছেন বউ সাক্ষী। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা যায় ছবিটি ইনস্টাগ্রামে নিজেই আপ করেছেন ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের কুল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ ছবি দেখে ফ্যানেরা তো একেবারে আপ্লুত !

সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন ধোনি ৷ মেয়ের সঙ্গে মাঝে মধ্যেই ভিডিও-ছবি শেয়ার করেন তিনি ৷ তবে এবার এই অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন ধোনি পত্নী সাক্ষী ৷ ছবি আপলোড করে লিখলেন, ‘মিস্টার সুইটি !’

Leave A Reply

Your email address will not be published.