পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স

390

ঢাকা: করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার কথা বলে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে প্রবেশ করে অপরাধ সংঘটনের সুযোগ নিচ্ছে বলে কিছু অভিযোগ পাওয়া গেছে।  এ অবস্থায় কেউ বাড়িতে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঘরে ঢুকতে দিতে নিষেধ করা হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেসনোটে এই পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা প্রেসনোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসনোটে বলা হয়, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অপরাধ ঘটাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এ নিয়ে কোনো সন্দেহ হলে নগরবাসীকে নিকটস্থ থানাকে অবহিত করা অথবা ৯৯৯ এ ফোন করে নিশ্চিত হয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে পুলিশ।

প্রেসনোটে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে, এ ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে বাংলাদেশ পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.