দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই : প্রধানমন্ত্রী

1,753

ঢাকা: করোনাভাইরাস মহামারির সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলে শনিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জাতীয় সংসদে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘আমাদের কোনো খাদ্য ঘাটতি নেই এবং হবেও না। তবে আমাদের কৃষি উৎপাদন চালিয়ে যেতে হবে।’

তিনি জানান, উৎপাদন চালিয়ে যেতে সরকার কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরা মহামারির কারণে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলেও বাংলাদেশের মানুষকে যাতে কষ্ট করতে না হয় সে জন্য দেশের অর্থনীতিকে আগামী তিন বছর সচল রাখতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে।

চলতি মৌসুমের ধান যথাযথভাবে আহরণ করা গেলে আর খাদ্যের কোনো সমস্যা হবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন দিনমজুরদের ধান কেটে টাকা আয় করার সুযোগ এসেছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার কিছু উন্নয়ন প্রকল্পের অর্থ জনকল্যাণে ব্যয় করবে। ‘আমাদের অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে যা এখনই শেষ করার দরকার নেই। এগুলো থেকে টাকা বাঁচিয়ে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি।’

এর আগে, দিনের কার্মসূচি হিসেবে সংসদে শোক প্রস্তাবটি উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.