দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৪১ জন, মোট ১৫৭২

244

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৩৪১ জন শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে চারজন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ২০১৯টি নমুনা পরীক্ষা করে ৩৪১জনের শরীরে করোভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৭২জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

Leave A Reply

Your email address will not be published.