রাজধানীতে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর লরি, আহত ২০

169

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি লরি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সেনা সদস্যরা জানান, সকালের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রঙ সাইড দিয়ে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। লরিতে ২৫জন সেনা সদস্য বসা ছিলেন। এই দুর্ঘটনায় ২০ জন সেনা সদস্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে পাশের হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

এ বিষয়ে বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বলছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.