নিউইয়র্কে আরও ৫ বাংলাদেশির মৃত্যু

290

নিউইয়র্ক থেকে: নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরো ৪ নারীসহ ৫ বাংলাদেশির মৃত্যু সংবাদ পাওয়া গেছে ১৩ এপ্রিল সোমবার। 

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী পেয়ারা হোসেন বেবী (৫৫) লং আইল্যান্ড জুইস হাসপাতালে, নরসিংদির সন্তান এডভোকেট হাসনা বেগম (৫৮) এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর কদিন আগেই হাসনা বেগম নিউইয়র্কে এসেছিলেন সন্তানের সাথে কটা দিন কাটাতে।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্স শাখার অন্যতম সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবলুর পিতা কক্সবাজারের শফিকুর রহমান (৬৪) ১৩ এপ্রিল সোমবার ইন্তেকাল করেছেন। লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেরদিন মারা গেছেন আমেনা খাতুন (৫৫)। ১১ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাসরত সাংস্কৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌস (৬১) মারা গেছেন মাউন্ট শিনাই হাসপাতালে। 

এ নিয়ে ২৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২০ বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। 

সোমবার সন্ধ্যা নাগাদ গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে মারা গেছে মোট ১৪৭ জন এবং করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৫০৪ জন। এরমধ্যে সস্রাধিক বাংলাদেশি রয়েছেন বলে সিটি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানান। নিউইয়র্ক স্টেটে মারা গেছে মোট ১০০৫৬। ১৩ এপ্রিল সোমবার রাত ১১টা পর্যন্ত সারা আমেরিকায় মারা গেছে মোট ২৩৬৪০ জন। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন। 

Leave A Reply

Your email address will not be published.