মুজাহিদুর রহমানের দাফন সম্পন্ন

305

ওয়াশিংটন ডিসি: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহত্তর ভার্জিনিয়ার মুজাহিদুর রহমান (৭০) গতকাল রবিবার ইন্তেকাল করেন। আজ সোমবার দুপুরে নামাজে জানাযা শেষে স্ট্রাফোর্ড এর আমা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হয় তার স্বামী মুজাহিদুর রহমান সহ পরিবারের আরো ৫ জন।

গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত মুজাহিদুর রহমানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে স্থানন্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.