না ফেরার দেশে চলে গেলেন কোলবি কেভ

274

স্পোর্টস ডেস্ক: অপারেশনের চার দিন পরই না ফেরার দেশে চলে গেলেন কানাডার পেশাদার আইস হকি দল এডমন্টন অয়েলার্সের ফরোয়ার্ড কোলবি কেভ। কোলবির মৃত্যুতে শোক জানিয়েছে, ন্যাশনাল হকি লিগ ক্লাব (এনএইচএল)।

এনএইচএল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, এই খবর জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে, আজ সকালে কোলবি কেভ মারা গেছেন।

কোলবির মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, ব্রেইন থেকে কোলয়েড সিস্ট নামের টিউমার অপসারণের জন্য টরেন্টো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। অপারেশনের পর কোমায় চলে গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, অয়েলার্স এবং বোস্টন ব্রুইন্সের হয়ে এনএইচএল’র ৪টি মৌসুমে ৬৭টি ম্যাচ খেলেছেন কেভ। এর মধ্যে ৫টি অ্যাসিস্টের পাশাপাশি তিনি ৪টি গোলও করেছেন।

Leave A Reply

Your email address will not be published.