আজ রাতেই ফাঁসি, জেনেছেন খুনি মাজেদ

326

ঢাকা: শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদের। এরইমধ্যে তার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। জল্লাদ প্রস্তুত। এরই মধ্যে ফাঁসির মঞ্চে মহড়া করা হয়েছে।

কারাসূত্র জানিয়েছে, চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার প্রেসার স্বাভাবিক রয়েছে। তাকে জানানো হয়েছে ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকর করার বিষয়ে। আজ শনিবার মধ্যরাতে সেই ফাঁসি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ দেখা করেছেন কারা কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.