নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

251

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্টে বাংলাদেশ সফরের সূচি রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে পরিস্থিতি দিন-দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। যে কারণে বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়ানক ও হতাশাজনক। সব পরিকল্পনা থমকে গেছে। বিশেষ করে যারা খেলার সাথে জড়িত। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন গৃহবন্দী। এখন শুধু একটাই উপায়, সকলের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের সমাজকেও ভালো রাখতে হবে। তা যেকোন উপায়ই হোক।’

করোনাভাইরাসের কারণে চলতি মাসে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়। আগামী জুন-জুলাইয়ে পুরুষ দলের ক্যারিবীয় সফরও অনিশ্চিত। অনিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরও।

Leave A Reply

Your email address will not be published.