করোনা আতঙ্কে পিপিই পড়ে অনলাইনে রিজভীর সংবাদ সম্মেলন!

313

মরণঘাতী করোনাভাইরাস থেকে ঝুঁকি এড়াতে অনলাইনে সংবাদ সম্মেলনেও পিপিই পড়ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

দেখা গেছে, সাম্প্রতিক সময়ে অনলাইনে দু’টি সংবাদ সম্মেলন করেন রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় তার পরনে ছিল পিপিই। ফেইসবুকে বিষয়টি ভাইরাল হয়েছে। এ ধরনের সংবাদ সম্মেলনে পিপিই পড়ার কোনো দরকার নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Leave A Reply

Your email address will not be published.