কাউকে সাহায্য দিতে গিয়ে লোক সমাগম করবেন না: প্রধানমন্ত্রী
ঢাকা: করোনার এই পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে গিয়ে লোক সমাগম না করতে সবাইকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ৬৪টি জেলার কর্মকর্তাদের সাথে শুরু হওয়া ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে সাহায্য করতে গিয়ে লোক সমাগম করবেন না। যাতে করে অন্যদের মধ্যে করোনার সংক্রমণ না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলবেন। জনপ্রতিনিধি, প্রশাসন, সরকারি ও বেসরকারি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের কাছে আমাদের খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সাহায্য পৌঁছে দিতে হবে। খেয়াল রাখতে হবে, তারা যেন অভুক্ত থেকে না যায়।’
শেখ হাসিনা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন ছিল তা হলো সচেতনতা সৃষ্টি করা। আর সেটা আমরা করতে পেরেছি বলে ভাইরাসটি আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, করোনা রুখতে মুজিববর্ষ এবং স্বাধীনতা ও জাতীয় দিবসসহ জনসমাগমের সব কর্মসূচি আমরা স্থগিত করেছি যাতে করে মানুষ নিরাপদে থাকে।
তিনি আরও বলেন, অনেক উন্নত দেশ যা করতে পারেনি করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে আমরা তা করেছি।