নিউইয়র্কে করোনায় বাংলাদেশি সাংবাদিক স্বপনের মৃত্যু
নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হাই স্বপন নামে বাংলাদেশি সাংবাদিক মারা গেছেন।
নিউইয়র্কের কুইন্স হাসপাতালে বাংলাদেশ সময় সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
স্বপন দৈনিক মানবজমিনের একজন জাত ফটোসাংবাদিক ছিলেন। কয়েক বছর আগে তিনি উন্নত জীবনের আশায় পাড়ি জমান আমেরিকায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি হয়ে উঠেছে দেশটিতে করোনভাইরাসের মূল কেন্দ্রস্থল। সেখানে খুব দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং মানুষ আক্রান্ত হচ্ছে।
বিবিসি’র সোমবারের একটি প্রতিবেদনে বলা হয়, গত দশদিনে নিউইয়র্ক সিটিতে কমপক্ষে ১৫ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন নারী।