করোনা পরিস্থিতিতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের যে সুখবর দিলো সরকার
ঢাকা: মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে ব্যবসায়িক কাজ, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে অনেক মানুষ বিদেশে গিয়ে আটকা পড়েছেন। ওইসব গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের লিমিট (লেনদেন সীমা) বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি যেসব গ্রাহকের ক্রেডিট কার্ড নেই, তাদের অনুরোধে বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট অথবা এক্সচেঞ্জ হাউজের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
করোনা ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে রোববার (২৯ মার্চ) রাতে এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বিদেশে আটকা পড়া ব্যক্তিদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে ফোন ও ইমেইল করে জানানো হয়েছে যে, তাদের ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে। এখন প্রয়োজনীয় খরচ করার অর্থ নেই। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া মানুষের সহায়তায় এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, একজন বাংলাদেশি ভ্রমণ কোটায় বছরে ১২ হাজার ডলার ও মেডিকেল কোটায় ১০ হাজার ডলার বিদেশে ব্যয় করতে পারেন।