নিউইয়র্কে প্রতি ১৭ মিনিটে একজনের মৃত্যু
নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত দুই দিনে দেশটির সমৃদ্ধতম মেট্রোপলিটন শহর নিউ ইয়র্কে প্রতি ১৭ মিনিটে একজন মারা গেছেন ভাইরাসে আক্রান্ত হয়ে। নগর পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার (২৮ মার্চ) ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার করোনাভাইরাসে নিউইয়র্কে আরো ৮৪ জন মারা গেছেন। এ নিয়ে শহরটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪৫০ এ দাঁড়ালো। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুরুতর অসুস্থের সংখ্যা।
শুক্রবার পর্যন্ত নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৫৭৩। শনিবার সকাল নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৯৭ এ। অর্থাৎ প্রতিদিন আক্রান্ত বৃদ্ধির হার ৪ দশমিক ৪ শতাংশ।
শুক্রবার মেয়র ডি ব্লাসিও সতর্ক করে দিয়ে বলেছেন, হাসপাতালগুলোতে উপচে পড়া ভীড়। ৫ এপ্রিলের মধ্যে করোনা প্রাদুর্ভূত শহরগুলোতে গুরুতর আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী শেষ হয়ে যাবে।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত আতঙ্কিত যে, আগামী রোববারের পর ৫ এপ্রিল আমাদের সবকিছু প্রয়োজন পড়বে। আমাদের জনবল, যন্ত্রপাতি, ভেন্টিলেটরসহ সব সরঞ্জাম প্রয়োজন।’