ভিডিওবার্তায় বিদেশি অতিথিদের শুভেচ্ছা

278

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তা দিয়েছেন পাঁচ বিদেশি অতিথি। এসব বার্তায় তারা মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে বঙ্গবন্ধুর জয়গান, তার কর্মের ভূয়সী প্রশংসা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ভিডিওবার্তা পাঠিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমান। এ ছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে টুইটবার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে মুজিববর্ষ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে মুজিববর্ষের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে তাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভুটানের জনগণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে। তারা এক হাজার ‘ঘি প্রদীপ’ জ্বালিয়ে তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি বাংলাদেশ ও দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটবার্তায় তিনি এ অভিনন্দন জানান। টুইটবার্তায় লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবন ও কর্মের জন্য সারা বিশ্বের কাছে একটি উদাহরণ।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.