বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত
নিউজ ডেস্ক: যথাযথ মর্যাদায় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠের মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের চিত্র তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় সমকালে।
নয়াদিল্লি: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের চান্সেরি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান হাইকমিশনের সহকর্মীদের সঙ্গে নিয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরও বেশি করে জানতে হবে। তাহলে আজকের শিশুরা আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবে।
এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন করা হয়।
প্যারিস: ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপনের শুরুতে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর জীবন-আদর্শ ও তার কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। তিনি আরও বলেন, পুরো বিশ্বের পাশাপাশি ফ্রান্সও এখন করোনাভাইরাস মোকাবিলায় এক কঠিন সময় অতিবাহিত করছে। এ সংকটকালে জনসমাগমের ওপর বিধিনিষেধ এবং প্রবাসীদের সুরক্ষার স্বার্থে দূতাবাস সকল অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সংকট উত্তরণের পর সুবিধাজনক সময়ে প্রবাসীদের সঙ্গে নিয়ে প্যারিসে ও ইউনেস্কো সদর দপ্তরে বিভিন্ন আয়োজনে মুজিববর্ষ যথাযথ আড়ম্বরে পালন করতে দূতাবাস সক্ষম হবে।
ক্যানবেরা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। হাইকমিশনার সুফিউর রহমানসহ অন্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। হাইকমিশনার শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত হন। হাইকমিশনার সুফিউর রহমান ‘মুজিব ইয়ার’ লেখা বর্ণিল বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন করেন। হাইকমিশনের পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে ‘মুজিব: দ্য আর্কিটেক্ট অব বাংলাদেশ’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এ ছাড়া ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে হাইকমিশনের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। এ ছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন বাংলা স্কুলের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন মেলবোর্ন, অ্যাডিলেইড ও ব্রিসবেনে বিভিন্ন বয়সের শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে নির্বাচিত বেশ কিছু চিত্রও এ প্রদর্শনীতে প্রদর্শন করা হচ্ছে।
রিয়াদ: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।
সিঙ্গাপুর: বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের উদ্যোগে উদযাপিত হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানমালার সূচনাপর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনা মো. মোস্তাফিজুর রহমান। এরপর তিনি আমন্ত্রিত অতিথি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে হাইকমিশনের হলরুমে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন সবাই। এছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রকাশিত পুস্তক ও চিত্রকর্ম প্রদর্শন করা হয়।
হ্যানয়: ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। শার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলী মহসীন রেজা জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় অতিথিবৃন্দ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
কলম্বো: শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ মিশনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কলম্বোয় বাংলাদেশ দূতাবাস শ্রীলঙ্কার ক্যান্সার কেয়ার সংগঠনের সহযোগিতায় আগামী ২২ মার্চ শ্রীলঙ্কার প্রত্যন্ত অঞ্চল থেকে ১০০ শিশু-কিশোরকে সমবেত করবে। যারা প্রত্যেকই ক্যান্সারে তাদের বাবা অথবা মাকে হারিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এই শিশুদের হাতে আগামী এক বছরের শিক্ষা খরচের একাংশ তুলে দেওয়া হবে।
বেইজিং: যথাযোগ্য মর্যাদায় চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের দোয়েল হলে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়। কভিড-১৯ আক্রান্ত চীনে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে চীনা সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে মুজিব শতবর্ষের এই আয়োজন করা হয়।
দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। এরপর দূতাবাসের দোয়েল হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-প্রধান এবং প্রতিরক্ষা উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী।
রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান তার বক্তব্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন।