সম্রাট প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

250

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্রেফতার অভিযান চলছে, চলবে। এ অভিযান কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। যারাই দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত, তারাই গ্রেফতার হচ্ছেন। আর আপনারা যাকে গডফাদার বলছেন, তাকে তো গ্রেফতার করাই হয়েছে।’

রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক বিভাগীয় কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান শেষে ইসমাইল হোসেন সম্রাট আটক হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘যারা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত, তাদের কেউ ছাড় পাবেন না। অপরাধী হলে তাকে আইনের আওতায় আনা হবে। এটাই সরকারের ইচ্ছা। এ ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। এটাকে সামনে রেখেই অভিযান শুরু হয়েছে, এ অভিযান চলবে। যত দিন দুর্নীতির চক্র আমরা ভেঙে দিতে না পারব, ততদিন এ অভিযান চলবে।’

বিএনপি নেতারা বলেছেন, ভারতের সঙ্গে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক চুক্তি আড়াল করতে সম্রাটকে আটক করা হয়েছে। এনিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটি একটি নেতিবাচক নোংরা রাজনীতি। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি ক্রমেই সংকুচিত হচ্ছে।

ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘এ সফরে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তিনটি প্রজেক্টের উদ্বোধন হয়েছে। কোথায় কোন লাইনে, কোন অংশে অসাংবিধানিক অগণতান্ত্রিক কিছু আছে, তথ্য প্রমাণসহ ফখরুল সাহেব আপনাদের দেখাতে হবে। অন্ধকারে ঢিল ছুড়বেন না। ভারতে গেলেই আগে বলতেন, দেশ বিক্রি হয়ে গেছে। আর এখন বলছেন, সংবিধান লঙ্ঘন হয়েছে। হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি আর যাই করুন, দেশের স্বার্থ বিকিয়ে কিছু করবেন না।’

বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আপনারা শুধু সমালোচনার জন্য সমালোচনা, বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। রাজনীতিতে, আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির নেতারা অসংলগ্ন প্রলাপ বকছেন।’

Leave A Reply

Your email address will not be published.