ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত
ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫ আগস্ট বিকালে ধানমন্ডিতে ইউল্যাব অডিটোরিয়ামে এক শোকসভার আয়োজন করে।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ড. ফকরুল আলম, ইউজিসি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১১ জানুয়ারি দেয়া বঙ্গবন্ধুর ভাষণের একটি অংশ দেখানো হয়। ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) তারিফ মোহাম্মদ খান, ইউল্যাবের বিবিএ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী প্রাপ্তি ক্যাথি গমেজ ও জুম্মি নাহদিয়া বঙ্গবন্ধুর জীবনী ও দেশাত্মবোধক কবিতা আবৃতি করেন।
এছাড়াও ইউল্যাব লাইব্রেরি দিন ব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার উপর লেখা পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। একইদিনে সকালে ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম; ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ; ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা; ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য; রেজিস্ট্রার আখতার আহমেদ; অধ্যাপক সলিমুল্লাহ খানসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউল্যাবের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুডি রোজারিও।