রোহিঙ্গা ইস্যুকেও রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে বিএনপি
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাভাবিক রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গাদের নিয়ে নতুন ইস্যু খুঁজে পেয়েছে। তারা বাংলাদেশকে নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে।
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করে বারবার ব্যর্থ হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সর্বশেষ আমরা দেখছি রোহিঙ্গা ইস্যুকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য।
তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ তারা। কোটা আন্দোলনের ওপর ভর সেখানেও ব্যর্থ। স্কুলের ছেলেমেয়েদের নিরাপদ সড়কের আন্দোলনেও ভর করে তারা ব্যর্থ। অবশেষে রোহিঙ্গা ইস্যুর ওপর তারা ভর করেছে এখন। এখন রোহিঙ্গাদের নিয়ে নানা খেলা খেলছে বিএনপি। বিদেশি কিছু এনজিও ষড়যন্ত্র করছে, মিয়ানমারকে সহযোগিতা করছে পরোক্ষভাবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আপন অপরাধের শৃঙ্খলে পড়ে গেছেন, আপন অপরাধের শৃঙ্খলে আপনারা জড়িত হয়ে গেছেন, আবদ্ধ হয়ে গেছেন। ইতিহাস ক্ষমা করবে না। জনতার আদালত ক্ষমা করবে না।
ডেঙ্গু মোকাবিলায় সারা বছরের প্রস্তুতি রাখতে হবে- স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এমন আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মৌসুমি আয়োজনে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না। আগস্ট মাসে ডেঙ্গু কমেছে, সেপ্টেম্বর মাসে নিয়ন্ত্রণে আসবে, আবার শুনছি সেপ্টেম্বর মাসে ভয়াবহ হবে। এনিয়ে দিনক্ষণ ঠিক করার দরকার নেই, সারা বছরের প্রস্তুতি রাখতে হবে। শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশার বিস্তার ঠেকানো যাবে না। এডিস মশা বিস্তার ঠেকানোর ওষুধ জনসচেতনতা।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএম) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বিএম-এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ আরো অনেকে।