হিন্দুদের শত্রুরা জাতির শত্রু: কাদের

397

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। খবর ইউএনবি’র।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশীর মোড়ে একটি র‌্যালিতে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু… তারা রাষ্ট্রের শত্রু।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভায়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে।

‘আমরা ভারতের সাথে সেরা সম্পর্ক উপভোগ করছি,’ বলেন তিনি।

কাদের উল্লেখ করেন যে, আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন।

Leave A Reply

Your email address will not be published.