সিডনিতে ছুরি হামলায় নারী নিহত, হামলাকারী আটক

325

আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে দুর্বৃত্তের ছুরি-হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। মঙ্গলবার দুপুরে সিডনি সিটি সেন্টারের কাছে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।   

জানা যায়, আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবক হোটেল সিবিডির পেছনে এক নারীকে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আহত হলেও এ নারীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনার কিছুক্ষণ পরেই শহরের ক্লারেন্স স্ট্রিটে আরেক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিকটবর্তী উইনিয়ার্ড রেলওয়ে স্টেশন এলাকায় ওই যুবক আরও কয়েকজন পথচারীর ওপর বড় ছুরি নিয়ে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই ছিল। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.