বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেননি কাদের সিদ্দিকী

310

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম। নিরাপত্তা কর্মীদের বাধার মুখে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে ফিরে যেতে হয়েছে তাকে।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু ভবনের সামনে যান কাদের সিদ্দিকী। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ভেতরে প্রবেশে বাধা দেন। ওই সময় বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামী লীগের মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা জানিয়ে নিরাপত্তার কারণে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না বলে কাদের সিদ্দিকীকে জানিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। কিছু সময় সেখানে থাকার পর ফিরে যান কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি।

এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী সমকালকে বলেন, ‘জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবীর যেতে পারলেন না– এর চেয়ে দুঃখজনক আর কী আছে?’

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৫ আগস্ট বিকেলে বঙ্গবন্ধু ভবনে যান কাদের সিদ্দিকী। পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে ওই ভবনের যে সিঁড়িতে ঘাতকদের গুলিতে নিহত বঙ্গবন্ধুর লাশ পড়ে ছিল, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধু ভবনেই আসরের নামাজ আদায় করেন। তবে গত বছরের ১৫ আগস্টেও তাকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। সে সময় ওই ভবনে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিয়েছিলেন। সূত্র: সমকাল 

Leave A Reply

Your email address will not be published.