কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি

368

ঢাকা: এবারই প্রথম কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই নিবন্ধিত সকল হজযাত্রী হজে যাচ্ছেন। তবে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে ২শ ২২ জন হজযাত্রী এবার হজে যেতে পারেননি। অতীতের যেকোনো বছরের তুলনায় সফলভাবে হজ কার্যক্রমের প্রথমপর্ব সম্পন্ন হয়েছে। এবছর একটি হজ ফ্লাইটও বাতিল হয়নি। অথচ গতবছর ২০টি হজ ফ্লাইট বাতিল হয়েছিল।  

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম একথা বলেন। সোমবার আশকোণায় হজ অফিসে অনুষ্ঠিত এই প্রেসব্রিফিং-এ হাবের সহ-সভাপতি এ এস এম ইব্রাহিম, মহাসচিব মো. ফারুক আহমদ সরদার, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুর রহমান, হাব নেতা মাজহারুল হক ভূঁইয়া ও মো.আজিজুল হক উপস্থিত ছিলেন। 

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোটা নির্ধারণ করা হয় ৭ হাজার একশ ৯৮। আর বেসরকারি ব্যবস্থাপনায় কোটা নির্ধারণ করা হয়েছে একলাখ ২০ হাজার। সবমিলে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একলাখ ২৭ হাজার একশ ৯৮ জন হজে যাবার সুযোগ ছিল। এরমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একলাখ ২৬ হাজার ৭শ এক জনের হজ ভিসা ইস্যু হয়েছে। এদের মধ্যে আজ পর্যন্ত বাংলাদেশ বিমানের ১৮১টি হজ ফ্লাইট ও সাউদিয়া এয়ারলাইন্সের ১৮০টি হজ ফ্লাইটে ১ লাখ ২৬ হাজার ৫শ ৯২ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। 

আগামীকাল মঙ্গলবার সাউদিয়া এয়ারলাইন্সের আরো ৪টা হজ ফ্লাইট যোগে বাকি হজযাত্রীরা সৌদি আরব যাবার কথা রয়েছে। আগামী ১০ আগষবট পবিত্র হজ সম্পন্নের পর ১৭ আগস্ট থেকে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে বলে জানা গেছে।

হাব সভাপতি বাংলাদেশি সকল হজযাত্রীর নির্বিঘ্নে হজে যাওয়ায় হাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, ঢাকায় সউদি চার্জ দ্যা এ্যাফেয়ারর্সসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

তিনি বলেন, দুটি এজেন্সি ও একজন দালাল শামসুদ্দিন তোহার প্রতারণার কারনে বেশ কিছু হজযাত্রীর যাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সরকারের সহযোগিতায় হাবের নিরলস প্রচেষ্টায় সকল হজযাত্রীই হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। হাব সভাপতি ভবিষ্যতে প্রতারণার শিকার যাতে না হন সেজন্য হজযাত্রীদের দালাল বা ফড়িয়ার কাছে হজের টাকা জমা না দেওয়ার অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.