‘শেখ কামাল পদক’ চালু করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা: দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘শেখ কামাল পদক’ চালু করবে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্মরণে এ ক্রীড়া পদক চালু করার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সকালে আবাহনী ক্লাব প্রাঙ্গণে ‘শেখ কামাল : উদ্দীপ্ত তারুণ্যের দূত’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি একথা জানান।
বঙ্গবন্ধু পুত্রের ৭১তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসুচির অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে আবাহনী ক্লাব। দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির লক্ষ্যে ‘আবাহনী ক্রীড়া চক্র’ নামে ঐতিহ্যবাহী এ ক্লাবটি প্রতিষ্ঠা করেন শেখ কামাল।
প্রতিমন্ত্রী বলেন, শেখ কামাল শুধু খেলাধুলায় পারদর্শী ছিলেন তা নয়, ক্রীড়া সংগঠক হিসেবেও ছিলেন অনন্য। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের তার অবদান ছিল অসামান্য। তার এই অবদান স্মরণ করতে ‘শেখ কামাল পদক’ চালুর চিন্তা-ভাবনা চলছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার প্রাণোচ্ছল খোলামনের মানুষ ছিলেন শেখ কামাল। মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তার উপস্থিতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেট তার শারীরিক মৃত্যু ঘটিয়েছে, কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন এ দেশের ক্রীড়ায়, সংস্কৃতিতে, সংগীতে। শেখ কামালই ছিলেন এ দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘শেখ কামাল: উদ্দীপ্ত তারুণ্যের দূত’ স্মারক গ্রন্থের সম্পাদক চৌধুরী নাফিজ সরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মোহাম্মদ ফায়সাল আহ্সান উল্লাহ্।