গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
ঢাকা: গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত অপশক্তি নানাধরনের গুজব রটিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, প্রতিরোধ গড়ে তুলুন।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গুজব রটনা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার অপচেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে নানা ষড়যন্ত্র আছে। গুজব রটনাকারীদের প্রতিহত বরতে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সব দলকে এগিয়ে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, মাওলানা ভাসানী ক্ষমতার জন্য রাজনীতি করেননি; জনতার জন্য রাজনীতি করেছেন। মাওলানা ভাসানী যদি ক্ষমতার জন্য রাজনীতি করতেন বা ক্ষমতার জন্য যদি তার তীব্র বাসনা থাকতো তাহলে তিনি পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী হতে পারতেন বা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেতে পারতেন। কিন্তু মাওলানা ভাসানী সেই পথে যাননি।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক এমপি নাজমুল হক প্রধান প্রমুখ।