ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানি না : নিকারাগুয়া

278

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিকারাগুয়া কখনোই মানবে না। কারণ এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 

মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকে এ কথা বলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা।তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি। কাজেই এই নিষেধাজ্ঞা আমরা মানি না।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরেন, মার্কিন সরকার আন্তর্জাতিক সব আইন ও ইশতেহার অমান্য করে ইরানি জাতির বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, শিল্প, জ্বালানি, কৃষি ও আর্থিক খাতসহ বিভিন্ন অঙ্গনে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

Leave A Reply

Your email address will not be published.