বেগম জিয়া আ. লীগকে ধবংস করতে চেয়েছিল : নানক
রংপুর প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে ধবংস করতে চেয়েছিল বেগম জিয়া। কিন্তু বেগম জিয়া তা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে চলেছে।
আজ রবিবার (২১ জুলাই) আওয়ামী লীগের তারাগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এই কাউন্সিল সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।