চোরাই তেলসহ বিদেশি জাহাজ আটক করল ইরান

326

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে। জাহাজটিতে ১০ লাখ লিটার জ্বালানি তেল রয়েছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, গত রবিবার পারস্য উপসাগরের লার্ক দ্বীপের দক্ষিণে তেল চোরাচালানের দায়ে জাহাজটিকে আটক করা হয়েছে। জাহাজটি আটকের জন্য ইরানের বিচার বিভাগের অনুমতি নেয়া হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, আইআরজিসি’র নৌ ইউনিটের সেনারা টহলের সময় চোরাই তেলবাহী জাহাজটিকে শনাক্ত ও আটক করেছে। জাহাজটি ২০ লাখ লিটার তেল বহনে সক্ষম হলেও আটকের সময় তাতে ১০ লাখ লিটার তেল ছিল। এছাড়া জাহাজে ছিল ১২ জন বিদেশি।

আইআরজিসি আরও বলেছে, ইরানি নৌযান থেকে তেল সংগ্রহের পর জাহাজটি তা দূরবর্তী কোনো স্থানে গিয়ে অপর কোনো বিদেশি জাহাজে তুলে দেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগেই আইআরজিসি’র সদস্যরা জাহাজটিকে আটক করতে সক্ষম হয়েছে।

আইআরজিসি সম্প্রতি আর কোনো জাহাজ আটক করে নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.