ড্রোনসহ সামরিক শক্তি জোরদার করছে হামাস : ইসরায়েল

234

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সম্ভাব্য আকস্মিক হামলা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক ইউরি বেন মেনাখাম। 

তিনি আরও বলেন, ফিলিস্তিন এ লক্ষ্যে ড্রোনসহ সামরিক শক্তি বাড়াচ্ছে। কিছু দিন আগে হামাস আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে বলেও জানান তিনি।ইউরি বেন মেনাখাম দাবি করেছেন, হামাস আশঙ্কা করছে ইসরায়েল গাজায় হঠাৎ করে হামলা চালাতে পারে এবং আকস্মিক অভিযান চালিয়ে তাদের নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার চেষ্টা চালাতে পারে। হামাস সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহোরনোত জানিয়েছে, সম্প্রতি হামাস ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্য জানতে পেরেছে। 

পত্রিকাটি আরও লিখেছে, হামাস নতুন কৌশলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। তারা হিব্রু ভাষায় পারদর্শী ব্যক্তিদেরকে নিয়োগ দিচ্ছে যারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। 

Leave A Reply

Your email address will not be published.