মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ গ্রেপ্তার পাকিস্তানে

251

আর্ন্তজাতিক ডেস্ক: ২৬/১১ বা মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম। 

জানা গেছে, জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে জেলে পাঠানো হয়েছে। পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা তাকে গ্রেপ্তার করেছে। 

এদিকে জামাত-উদ-দাওয়ায়ের মুখপাত্র হাফিজ সাঈদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। 

সম্প্রতি এক মামলায়  হাফিজ সাঈদসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। জুলাই মাসে জামাত-উদ-দাওয়াই, লস্কর-ই-তৈয়বা এবং এফআইএফের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করেছিল সন্ত্রাস দমন শাখা।

হাফিজ সাঈদের গ্রেপ্তার প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়াকে কৌশলী বার্তা দিতে চাইছে। তবে পাকিস্তানের এমন লোক দেখানো পদক্ষেপে আমাদের বোকা বনে যাওয়া উচিত হবে না। 

প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলার মূলহোতা ছিলেন হাফিজ সাঈদ। ওই জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হন। মুম্বাই হামলার পরই হাফিজ সাঈদকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস 

Leave A Reply

Your email address will not be published.