রংপুরবাসীর দাবি, পল্লী নিবাসে হোক এরশাদের দাফন

487

নিউজ ডেস্ক: জাপা চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরে দাফনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ রবিবার (১৪ জুলাই) সকালে সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুর খবর শুনে  রংপুর জেলা জাপা কার্যালয়ে ভিড় করেন শোকাহত মানুষ। এ সময় রংপুরের সন্তান এরশাদকে নিজের বাড়ি পল্লী নিবাসে দাফনের দাবি করেন তারা।

এর আগে সকালে এরশাদের মৃত্যুর খবর রংপুর পৌঁছালে সেন্ট্রাল রোডের জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জাপা। সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমাদের রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ চিরবিদায় নিয়েছেন। আমাদের এতিম করে চলে গেছেন তিনি। কিছু বলার ভাষা নেই। মঙ্গলবার (১৬ জুলাই) স্যারের মরদেহ আসবে রংপুরে। ওই দিন বাদ জোহর তাঁর জানাজা রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মোস্তাফিজার রহমান মোস্তফা আরো বলেন, এরশাদ অসুস্থ হওয়ার কিছুদিন আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ হয় তাঁর। এ সময় নিজ বাড়ি পল্লী নিবাসে তাঁর সমাধী তৈরির ইচ্ছা প্রকাশ করে যান। এ জন্য একটি সমাধি কমপ্লেক্স নির্মাণেরও পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু, হঠাৎ অসুস্থ হওয়ায় সে পরিকল্পনা জনসমক্ষে বলে যেতে পারেননি। এ কারণে, জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগী ও অঙ্গ সংগঠনসহ রংপুরবাসীর পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের দাফন তাঁর ইচ্ছা অনুযায়ী ওই জায়গায় করার দাবি জানাচ্ছি আমরা। 

Leave A Reply

Your email address will not be published.