ব্রিটিশ রাজবধূ মেগানকে নিয়ে ট্রল

275

আর্ন্তজাতিক ডেস্ক: পান থেকে চুন খসলেই সমালোচনার মুখে পড়তে হয় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের। এবার সমালোচনার ঝড় উঠেছে রাজবধূ মেগান মের্কেলকে ঘিরে। নেটিজেনদের অভিযোগ, মেগান ঠিকমতো সন্তানও কোলে নিতে পারেন না। তাই মা হিসেবে তার লজ্জা হওয়া উচিত।

১০ জুলাই ইংল্যান্ডে একমাত্র সন্তান অর্চিকে কোলে নিয়ে পোলো ম্যাচ দেখতে হাজির হন মেগান। তিন সন্তানকে নিয়ে সেখানে এসেছিলেন আরেক ব্রিটিশ রাজবধূ কেট উইলিয়ামও।ম্যাচ চলাকালে মেগান যেভাবে সন্তানকে কোলে নিয়েছেন তাই নিয়েই আলোচনা হচ্ছে বিস্তর। কেউ কেউ মন্তব্য করেছেন, মেগান যেভাবে অর্চিকে ধরে আছেন তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। নিজের বাচ্চার যত্ন নিতে পারে না সে কেমন মা!

অর্চিকে টুপি ও মোজা না পরানোর কারণেও অনেকে সমালোচনা করেছেন মেগানের। মাত্র কয়েক সপ্তাহ আগে মা হয়েছেন মেগান। তাকে নিয়ে এখনই এমন সমালোচনা ও বিদ্রুপের প্রতিবাদ করেছেন অনেকে। সূত্র: ডেইলি মেইল

Leave A Reply

Your email address will not be published.