খাবারে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা উচিত : শেখ সালাহউদ্দিন

264

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাত বাড়িয়ে যা কিছু খাচ্ছি সবকিছুতেই ভেজাল। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল খাবার। সেই খাবার চলে আসছে বাজারে। ভেজাল খাবারে দেশ এখন সয়লাব। তাই বলছি খাবারে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা উচিত।

আজ শনিবার বিকালে রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত ‘নিরাপদ খাবার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সালাহউদ্দিন বলেন, মানুষ যাতে প্রতারিত না হন, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভুমিকা পালন করা দরকার। না হলে এদেশে দিন দিন খাদ্যে ভেজালসহ ভোক্তার অধিকার লঙ্ঘন হতে থাকবে। ভোক্তা অধিকার বিষয়ে জনগণকে সচেতন করতে আইনজীবীদের এগিয়ে আসার বিকল্প নাই।

তিনি আরো বলেন, ভোক্তা অধিকারের বিষয় পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হলে সচেতনতা বাড়বে। শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই ভোক্তার অধিকার সম্পর্কে জানতে পারবে। ফলে বাস্তব জীবনে তা কাজে লাগানোর সুযোগ পাবে।

খালেদ এম এইচ চৌধুরী (রানা চৌধুরী) এর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জগলুল কবির ও মো. শাহ আলম।

Leave A Reply

Your email address will not be published.