কোহলি ভুল আম্পায়ারিংয়ের শিকার : শোয়েব আখতার

299

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে আম্পায়ারিং নিয়ে। বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে ফেবারিট ভারত। ম্যাচটিতে বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুল তিনজনই মাত্র ১ রানে সাজঘরে ফিরেছেন। এর মধ্যে দুই ওপেনার সুইং ডেলিভারিতে ক্যাচ তুলে দিলেও বিরাট কোহলি ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে যান। এ সময় কোহলি রিভিউর আবেদন জানিয়েছিলেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি।

‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, কোহলির আউটটা দুর্ভাগ্য ছিল এবং এটা অবশ্যই আম্পায়ারের বাজে সিদ্ধান্ত। ইউটিউবে দেয়া এক ভিডিও বার্তায় শোয়েব বলেছেন, ‘বিশ্বের শীষ পাঁচ শীর্ষ খেলোয়াড়ই বাজে ব্যাটিং করেছেন। তবে আমি মনে করি আম্পায়ারের ভুল সিদ্ধান্তে কোহলিকে ফিরে আসতে হয়েছে। এটা তার দুর্ভাগ্য ছিল। বলটি বেলের উপর দিয়ে বাইরে চলে যেতে পারতো। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন।’

২৪০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাট হেনরির (৩/৩৭) দুর্দান্ত ওপেনিং স্পেলে ভারতের ইনিংস ২২১ রানে গুটিয়ে যায়। সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজা (৭৭) ও এমএস ধোনি (৫০) ১১৬ রানের পার্টনারশিপ গড়ে তুলেন। এই জুটি ভাঙ্গার পর ভারতের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। বিশেষ করে মার্টিন গাপটিলের সরাসির থ্রোতে ধোনির রান আউটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

শোয়েব বলেন, ‘এত কাছে এসেও ভারতের জন্য শিরোপাটা অনেক দূরেই রয়ে গেল। সাধারণ ডেলিভারিতে টপ অর্ডারের ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে আসার পর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের এটা দুর্দান্ত ব্যাটিং ছিল। শুধুমাত্র জাদেজা ছাড়া অন্যান্য ব্যাটনম্যানরাও নিজেদের মেলে ধরতে পারেনি।’

পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার আরো বলেছেন, ‘ধোনি একজন সত্যিকারের লিজেন্ড। সে ক্রিকেটের একজন সত্যিকারের দূত। যতক্ষণ সে ক্রিজে ছিল ততক্ষণই মনে হয়েছে ভারতের জয় সম্ভব। তবে ভারতকে ফাইনালে পৌঁছে দিতে না পারাটা তার জন্য দুর্ভাগ্যের। ভারতীয় সমর্থকদের বিশ্বকাপে তাদের দল নিয়ে অবশ্যই গর্বিত হওয়া উচিত।’

Leave A Reply

Your email address will not be published.