অনফায়ারকে ২ আর কালোজিরাকে ৪ লাখ টাকা জরিমানা

299

ঢাকা: রাজধানীতে বিভিন্ন রেস্টুরেন্ট, খাবার হোটেল অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করছে- এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রিংরোড এলাকার অনফায়ার ও কালোজিরা রেস্টুরেন্টে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর একটি ভ্রাম্যমাণ আদালত। 

আজ বেলা সোয়া ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান। আর তাঁকে সহযোগিতা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ২, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩ এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকীর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল।   

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনফায়ার রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি-পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার দায়ে ২,০০,০০০/- (দুই লাখ টাকা) এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করায় কালোজিরা রেস্টুরেন্টকে ৪,০০,০০০/- (চার লাখ টাকা) জরিমানা করেছে র‌্যাব ২ এর ভ্রাম্যমাণ আদালত। 

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। 

Leave A Reply

Your email address will not be published.