ঢাকায় বান কি মুন, রানি ম্যাক্সিমা

266

ঢাকা: আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন ও নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ‘ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে এসেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। সফরকালে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন। 

এদিকে তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন বান কি মুন। তিনি আগামীকাল থেকে ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইনেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। 

Leave A Reply

Your email address will not be published.