শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

224

আর্ন্তজাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে এ ভূমিকম্প আঘাত হানে। গত বিশ বছরে রাজ্যটিতে এটিই সবচেয়ে মারাত্মক ভূমিকম্প বলে জানিয়েছেন বিবিসি। 

ইউএস জিওলজিক্যাল সার্ভে ( ইউএসজিএস) জানিয়েছে, ৭.১ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বের রিজক্রেস্ট শহরে। এর আগে, গত বৃহস্পতিবার একই এলাকায় ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বলা হচ্ছে, আগেরটার চেয়ে এবারের ভূমিকম্প ১১ গুণ বেশি শক্তিশালী। 

ওই অঞ্চলে আরও ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোন্স বলেছেন, এ ধরনের ভূকম্পন আরও হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.