প্রথমবার কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব

348

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এর মাঝেই খবর এল, আসন্ন কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলবেন তিনি। ব্রাম্পটন উলভসের হয়ে সাকিব খেলবেন বলে টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিপিএল, আইপিএল, সিপিএল, পিএসএল ও বিগ ব্যাশের মতো বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নেয়া সাকিব প্রথমবারের মতো খেলবেন এই টুর্নামেন্টে।

ইংল্যান্ডে চলমান ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব। এ পর্যন্ত ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর দুই হাফ সেঞ্চুরিতে ৫ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেছেন সাকিব। এছাড়া বল হাতে শিকার করেছেন ৫ উইকেট। তাকেই এই বিশ্বকাপের সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়ে দিয়েছে ব্রিটিশ মিডিয়া। সেই সাকিবকে তো বিশ্বের যে কোনো দলই লুফে নিতে চাইবে। 

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য কানাডার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছয়টি দল ব্র্যাম্পটন উলভস, এডমন্টন রয়্যালস, মন্ট্রিল টাইগার্স, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কয়েভার নাইটস ও উইনিপেগ হকস অংশ নিচ্ছে। আগামী ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২২ ম্যাচের টুর্নামেন্টটি কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। আসন্ন লিগে ব্রাম্পটন উলভসে বাংলাদেশের সাকিব ছাড়াও খেলবেন ড্যারেন সামি, শাহিদ আফ্রিদি, কলিন মুনরোর মতো তারকা ক্রিকেটাররা।

Leave A Reply

Your email address will not be published.