জার্মানির ক্লোজার রেকর্ড ভেঙে দিলেন ব্রাজিলের মার্তা

362

স্পোর্টস ডেস্ক: ফিফা ফুটবল বিশ্বকাপে অনন্য নজির গড়লেন ব্রাজিলের নারী ফুটবলার মার্তা। বিশ্বকাপ ফুটবলের ( নারী ও পুরুষ) ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড এখন কিংবদন্তি মার্তার।

ফ্রান্সে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপে ইতালির বিরুদ্ধে গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোজাকে পিছনে ফেলে দিলেন মার্তা।

১৬ গোল করে এতদিন বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড যুগ্মভাবে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজা ( পুরুষদের হয়ে) ও ব্রাজিলের মার্তার (নারীদের হয়ে)।
  
বিশ্বকাপে ১৭টি গোল করে ক্লোজাকে পিছনে ফেলে দিয়ে এককভাবে রেকর্ডটি নিজের দখলে করে নিলেন ৩৩ বছর বয়সী মার্তা।

Leave A Reply

Your email address will not be published.