প্রাণ, ড্যানিশসহ ১৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

356

ঢাকা: প্রাণের লাচ্ছা সেমাই ও হলুদের গুঁড়া, ড্যানিশ এবং শবনম ভেজিটেবলসহ ১৮ প্রতিষ্ঠানের পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১১ মে) প্রতিষ্ঠানগুলোর পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিএসইটিআইয়ের পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাইসেন্স বাতিল পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের পণ্যের মানোন্নয়ন করে নতুন লাইসেন্স না করা পর্যন্ত কেউ নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.