বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘স্বর্ণ মেলা’

334

ঢাকা: দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘স্বর্ণ মেলা’। এই মেলায় অবৈধ সোনা বৈধ করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৩, ২৪, ২৫ জুন হোটেল ইন্টার কনটিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে চোরাচালানের সোনাও বৈধ করা যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমাদের দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। এ জন্য আমরা ‘স্বর্ণ মেলা’ করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আমাদের সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘স্বর্ণ মেলা’য় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে অবৈধ সোনা বৈধ করা যাবে।

তিনি উল্লেখ করেন, ‘সোনা নীতিমালা’ বাস্তবায়িত হওয়ার পেছনে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে, যা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা আশাকরি আসন্ন ‘স্বর্ণ মেলা’ জাতীয় রাজস্বে একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

এর আগে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘‘নির্বাচনের পর দেশে একটি ‘স্বর্ণ মেলা’ করা হবে। সেখানে সরকারকে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা থাকবে।’’ তিনি বলেন, ‘সরকার সোনা খাতের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি বছর ভ্যাট-ট্যাক্স নিলেও এতোদিন ধরে সোনার বৈধ উৎস ছিল না। এখন আমরা বৈধ স্বীকৃতি পেতে যাচ্ছি।

সোনা ব্যবসায়ীরা বলছেন, দেশে বছরে সোনার চাহিদা ৩০ থেকে ৪০ টন। অথচ দেশে বৈধপথে সোনা আমদানি একেবারেই হয়নি। ফলে অবৈধ পথে আনা সোনা দিয়েই এই চাহিদা পূরণ হয়ে থাকে।

এর আগে অবৈধ সোনা বৈধ করার সুযোগ দিয়ে ২৮ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে। সে প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হিরা সম্পর্ক ঘোষণা দিয়ে কর দিতে হবে। সোনা ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। এই প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সোনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Leave A Reply

Your email address will not be published.