‘ইরানের বিরুদ্ধে আরব দেশগুলো ধ্বংসাত্মক নীতি গ্রহণ করেছে’

399

আর্ন্তজাতিক ডেস্ক: আরব দেশগুলোর সাথে ইরানের বৈরী সম্পর্ক নিয়ে মুখ খুলেছে রাশিয়া। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে আমেরিকা ও আরব দেশগুলোর পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ইরান বিরোধীতাকে ‘ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেছেন।

এ ধরণের পদক্ষেপে সংকট আরো ঘনীভূত হবে বলে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে এবং আরব দেশগুলো এ কাজে ওয়াশিংটনকে উৎসাহ যোগাচ্ছে। এর ফলে পারস্য উপসাগরে সংঘাত আরও ঘনীভূত হচ্ছে।সাক্ষাৎকারে সের্গেই রিয়াবকভ আমেরিকার ইরান বিরোধী নীতি নিয়েও কথা বলেন। তিনি ২০১৮ সালে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মারমুখো নীতি গ্রহণ করেন তাতে আরব দেশগুলো সমর্থন নিয়েও এসময় উদ্বেগ প্রকাশ করেন।

ইরানের তেল রপ্তানি ও পরমাণু সমঝোতার ব্যাপারে ওয়াশিংটন ও আরব দেশগুলো যে নীতি গ্রহণ করেছে তা ‘দায়িত্বজ্ঞানহীন।’ তবে রাশিয়া মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করছে বলেও জানান তিনি। সূত্র : পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.