ইরানে মার্কিন নিষেধাজ্ঞায় চীন-রাশিয়ার নিন্দা

306

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ পর্যায়ের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে সম্প্রতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি জানিয়েছেন, হোয়াইট হাউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করতে চান। নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে ইরানি জাতিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে মার্কিন প্রশাসন।

এদিকে, বুধবার রাতে রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়ে সকল পক্ষকে ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানানো হয়।এদিকে, মার্কিন সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এবং অচিরেই আমেরিকার দম্ভ ও অহংকার চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। 

Leave A Reply

Your email address will not be published.