ভারতের দাপটে প্রোটিয়াদের হ্যাটট্রিক হার!

288

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে এবং আজ অনুমিতভাবেই তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। টানা তিন ম্যাচ হার! আগে ব্যাট করতে নেমে যুজবেন্দ্র চাহালের বোলিং তোপের মুখে পড়েছিল প্রোটিয়ারা। তাদের দেওয়া ২২৮ রানের টার্গেটে ৬ উইকেটে হাতে রেখে পৌঁছে যায় বিরাট কোহলির দল। দুর্দান্ত সেঞ্চুরি করেন রোহিত শর্মা। এই হারের পর ফাফ ডুপ্লেসিসদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল!

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৪ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ৮ নম্বরে নামা ক্রিস মরিস। অধিনায়ক ফাফ ডু প্লেসিস করেন ৫৪ বলে ৩৮ রান। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন যুজবেন্দ্র চাহাল। এই রিস্ট স্পিনার  ১০ ওভারে ৫১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ। আরেক স্পিনার কুলদীপ যাদব নেন ১ উইকেট। ভারতের বোলিং তোপের মুখে স্রেফ অসহায় হয়ে পড়েছিল প্রোটিয়ারা।

ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় ভারত। কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শিখর ধাওয়ান (৮)। অধিনায়ক বিরাট কোহলি ১৮ রান করে ফেলুকায়োর শিকারে পরিণত হন। চার নম্বরে নেমে লোকেশ রাহুল কিছু করতে পারেননি। আউট হয়েছেন ২৬ রান করে। একপ্রান্তে অবিচল ওপেনার রোহিত শর্মাকে কিছুক্ষণ সঙ্গ দেন মরিসের বলে কট অ্যান্ড বোল্ড হওয়া ধোনি (৩৪)। এর মাঝে ১২৮ বলে ১০ চার ২ ছক্কায় ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে তিনিই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। রোহিত অপরাজিত ছিলেন ১৩ চার ২ ছক্কায় ১২২* রানে।

Leave A Reply

Your email address will not be published.