বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

299

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করেছে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করতে নেমে ৩২২ রান করে বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের দ্যা ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল। আফ্রিকা। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ তাকিয়ে আছে জয় দিয়ে শুরু করার দিকে।

এদিকে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লন্ডনের কেনিংটন ওভালে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.