দুঃসময়ে ইরাককে পাশে চায় ইরান

244

আর্ন্তজাতিক ডেস্ক: দুঃসময়ে প্রতিবেশী ইরাককে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শনিবার রাতে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির সঙ্গে বৈঠক তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ইরান। ইরাক সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গিয়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে তিনি বৈঠক করেন। পাকিস্তান সফর শেষেই প্রতিবেশী দেশ ইরাক সফরে রয়েছেন জাভেদ জারিফ।

Leave A Reply

Your email address will not be published.