জয়ের পরই দুঃসংবাদ শুনতে হলো স্মৃতি ইরানিকে

299

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। ২০১৪ সালের চেয়েও বেশি সাফল্য এসেছে গেরুয়া শিবিরের ঝুলিতে। স্মৃতি ইরানি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। উত্তর প্রদেশের আমেঠী আসনে বিপুল ভোটে জয় পান তিনি। ঐতিহাসিক জয়ের পরপরই দুঃসংবাদ শুনতে হলো স্মৃতি ইরানিকে। 

জানা গেছে, আমেঠীতে তার জয়ের কাণ্ডারী বিজেপি নেতা সুরেন্দ্র সিংকে খুন করা হয়েছে। এমন খবরে স্মৃতির জয়লাভের আনন্দ বেদনায় রূপ নিলো। এ ঘটনায় আমেঠীতে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কড়া সতর্কতায়। পুলিশ জানায়, শনিবার রাতে নিজ বাড়িতে খুন হন সুরেন্দ্র সিং। অমেঠীর জামো থানাস্থ সুরেন্দ্র’র বাড়িতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ঢুকে তাকে তাক করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উত্তর প্রদেশের আমেঠীতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ৫৫,১২০ ভোটে পরাজিত করেন। এ জয়ে একজন কান্ডারির ভূমিকায় ছিলেন সুরেন্দ্র সিং। জয়ের পর স্মৃতি বলেছিলেন নতুন ভোর আমেঠীর জন্য। কিন্তু সেই নতুন ভোরের পর দিন সুুরেন্দ্র হত্যায় শোকাহত তিনি। 

Leave A Reply

Your email address will not be published.