রবিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

317

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন। খবর বাসসের।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসসকে জানান, আগামীকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ২০২) রাষ্ট্রপতি তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুটে যান।

উপ-প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে স্থানীয় সময় ১৮ টা ২০ এ।

এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

Leave A Reply

Your email address will not be published.